খড়গপুর ২৪×৭ ডিজিটাল: মুম্বইয়ে বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। মৃতদের মধ্যে ১৮ জন ব্যক্তি এবং একজন মহিলা রয়েছেন।
আহত কমপক্ষে ১৩ জন। এই ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
গত সোমবার গভীর রাতে মুম্বইয়ের কুরলা পূর্বের নায়েকনগরের একটি চারতলা বাড়ি ধসে পড়ে। দমকল ও পুলিশের একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছোয়। ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে।
তিনি বলেন, ‘পুরসভার উচিত বিপজ্জনক বাড়িগুলি খালি করে দেওয়া। আশপাশের বাসিন্দাদের ক্ষতি না করে ওই বাড়িগুলো খালি করে ভেঙে ফেলতে হবে।