Tuesday, September 26, 2023
Homeদেশছত্তিশগড়ে বাজ পড়ে মৃত ৫
Advertisement

ছত্তিশগড়ে বাজ পড়ে মৃত ৫

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: শনিবার ছত্তিশগড়ের জাঞ্জগির-চাম্পা জেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় পাঁচজন এবং ২৩টি ভেড়ার মৃত্যু হয়েছে।

এ ছাড়া জেলার পাঁচটি গ্রামে ঘটে যাওয়া এসব ঘটনায় চারজন আহত হয়েছেন। মৃতদের মধ্যে কিয়ারি গ্রামের শ্যাম কুমারী (১৮) এবং একই গ্রামের অনিল যাদব (৩০) রয়েছে।

- Advertisement -
- Advertisement -

আকালতারা এলাকার মধুভা গ্রামের বাসিন্দা মহেশ ডোংরে (৫৬) বৃষ্টির মধ্যে একটি মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়।

চোরভাট্টি গ্রামে, ৫০ বছর বয়সি দিলীপ যাদব তার ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা যান। বিজয় রাঠোর চম্পা এলাকার কাছে সিওনি গ্রামে একই ধরনের ঘটনায় নিহত হন। এদিকে পামগড় এলাকার সেমারিয়া গ্রামে সন্ধ্যায় বজ্রপাতে ২৩টি ভেড়া মারা গেছে।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!