খড়গপুর ২৪×৭ ডিজিটাল: স্বামীকে বিষ খাইয়ে খুন করলেন স্ত্রী। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন করেন তিনি। ঘটনায় দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। মৃত ব্যক্তির নাম কমলকান্ত। তাঁর সঙ্গে স্ত্রী কবিতার কয়েক বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সন্তানের কারণে ফের এক বাড়িতে থাকতে শুরু করেন। এর মাঝেই কমলকান্তের বন্ধু হিতেশের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন কবিতা।
পুলিশ সূত্রে খবর, পেটের অসুখে দিন কয়েক আগেই কমলকান্তের মা মারা যান। এরপরই কমলকান্তের পেটের অসুখ দেখা দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, তাঁর রক্তে আর্সেনিক ও থ্যালিয়ামের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেশি। চিকিৎসা চলাকালীন ১৯ নভেম্বর কমলকান্ত মারা যান হাসপাতালে।
তাঁর মৃত্যুর পরেই থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। তদন্ত শুরুর পর জানা যায়, কবিতা ও হিতেশের পরিকল্পনার কথা। কবিতা স্বীকার করেন, কমলকান্তের খাবারে প্রতিদিন অল্প পরিমাণে বিষ মিশিয়ে দিতেন তিনি। সম্পর্কের তিক্ততা থেকেই খুনের চক্রান্ত করেন কবিতা।