Monday, November 29, 2021
Homeদেশকুয়োয় পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে,মৃত ৪
Advertisement

কুয়োয় পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে,মৃত ৪

Advertisement

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: কুয়োয় পড়ে যাওয়া এক শিশুকে তুলতে গিয়ে পড়ে গেলেন প্রায় ৩০ জন।

- Advertisement -
Advertisement
- Advertisement -

কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় জানালো পুলিশ।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বিদিশা জেলায় ঘটে এই ঘটনা। আপাতত ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, প্রত্যেকেরই চিকিৎসা চলছে হাসপাতালে। বাকিদের সিমেন্টের চাঙরের নীচে আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাল পুলিশ।

পুলিশ জানিয়েছে গতকাল গঞ্জ বাসোদা এলাকায় খেলতে খেলতে এক শিশু পরে যায় কুয়োতে। তাকে উদ্ধার করতে ছুটে আসে গোটা গ্রাম। আচমকাই কুয়োর সিমেন্টের ঢাকনা ভেঙে পরে যায় প্রায় ৩০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কুয়োটি একটি সিমেন্টের ঢাকনা দিয়ে ঢাকা ছিল।

পাশে কিছু অংশ ফাঁকা ছিল। খেলতে খেলতে সেই ফাঁকা জায়গা থেকেই গোলে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ ছুটে আসে। ওই সিমেন্টের ঢাকনার ওপর উঠে শিশুটিকে তোলার চেষ্টা করে গ্রামবাসীরা। ভার নিতে না পেরে ঢাকনাটি ভেঙে যায় ও সকলে পরে যায় কুয়োতে।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!