Sunday, September 19, 2021
Homeদেশপ্রয়াত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য

প্রয়াত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য

- Advertisement -

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য প্রয়াত। বৃহস্পতিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়৷ শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর দেন তার ছেলে ঋতর্ষি ভট্টাচার্য৷

শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল৷ সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন। চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই থাকতেন তিনি৷ বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- Advertisement -

২০০৭ সালে পিলু ভট্টাচার্যের‘রাধামাধব’ অ্যালবামটি শ্রোতাদের মন জয় করে নেয়। ২০১৯ সালে ‘ইন্ডিয়া জিতেগা’ গানটি তিনি গেয়েছিলেন। এছাড়াও বাংলা ছবিতেও বেশ কিছু হিট গান রয়েছে। তাঁর গাওয়া একের পর এক হিট গান মন কেড়ে নেয় শ্রোতাদের৷ ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!