Wednesday, February 1, 2023
Homeদেশদুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত পাঁচ, আহত ৬৬
Advertisement

দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত পাঁচ, আহত ৬৬

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মৃত তিন শিশু সহ পাঁচ জন। আহত অন্তত ৬৬ জন।  সপ্তমীর দিন রাত ৯টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উত্তরপ্রদেশের ভাদোহির একটি পুজো মণ্ডপে। পুলিশ জানিয়েছে আরতির সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মণ্ডপে তখন প্রায় ১৫০ জন দর্শনার্থী উপস্থিত ছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেলাশাসক গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, ‘‌মণ্ডপের একটি হ্যালোজেন লাইট অতিরিক্ত গরম হয়ে যাওয়াতেই এই বিপত্তি। যা থেকে শর্ট সার্কিট হয়। তাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’‌  ঘটনাস্থলেই মারা যান ৪৫ বছরের এক মহিলা ও ১২ বছরের একটি বালক। সোমবার সকালে হাসপাতালে মারা যায় দু’‌জন শিশু ও একজন মহিলা।

- Advertisement -
- Advertisement -

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাসপাতালে আহতদের যাতে সঠিক চিকিৎসা হয়, তা দেখার জন্য জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। 

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!