খড়গপুর ২৪×৭ ডিজিটাল: আফগানিস্তানে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহের কারণে সৃষ্ট প্রবল ঠাণ্ডায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে এবং এই ঠাণ্ডার কবলে পড়ে প্রায় ৭০ হাজার গবাদি পশুও প্রাণ হারিয়েছে।স্থানীয় সাংবাদ মাধ্যম সূত্রের খবর, গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ প্রবল ঠান্ডায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একটি টুইটে তিনি লিখেছেন, ‘প্রকৃতির উপর কারও নিয়ন্ত্রণ নেই। কিন্তু ঠান্ডায় এমন প্রাণহানি খুবই দুঃখজনক।’ তিনি আরও জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আরও প্রাণহানি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। জানা গিয়েছে, দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে শৈত্যপ্রবাহের ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। দেশটির আবহাওয়া দপ্তরের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি জানান, সাম্প্রতিক বছরগুলোতে এই শীত সবচেয়ে বেশি শীতল। এই শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলতে পারে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি ও ভিডিওগুলিতে আফগানিস্তানের মধ্য ও উত্তর প্রদেশে ভারী তুষারপাত দেখা যায়। অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ করে দেশের তাপমাত্রা কমে যাওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।
আফগানিস্তানে প্রবল ঠান্ডায় ৭০ জনের মৃত্যু
- Advertisement -