Sunday, December 5, 2021
Homeনিউজগলায় বেলুন আটকে ছয় বছরের বালকের মৃত্যু
Advertisement

গলায় বেলুন আটকে ছয় বছরের বালকের মৃত্যু

Advertisement

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: শোকের ছায়া নাগপুরের স্বরাজ বিহার কলোনিতে৷ গলায় বেলুন আটকে মৃত্যু হল ৬ বছরের এক বালকের৷ সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে।

- Advertisement -
Advertisement
- Advertisement -

পুলিস ও স্থানীয় সূত্রের খবর, বেলুনটি ফোলানোর সময় সেটি দুর্ঘটনাবশত তার গলায় আটকে যায়। যার জেরে দমবন্ধ হয়ে যায় শিশুটির৷ পরিবারের সদস্যরা তার গলা থেকে বেলুনটি বের করার চেষ্টা চালালেও তাঁরা ব্যর্থ হন।

ওই অবস্থায় তড়িঘড়ি শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনায় নন্দনবন থানার পুলিস একটি দুর্ঘটনার মামলা দায়ের করেছে।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!