খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ভিন রাজ্যে পাচারের আগে বিপুল পরিমাণ বার্মা টিক উদ্ধার করল বনদপ্তর। ভিন রাজ্যে পাচারের আগে দুই ট্রাক বার্মা টিক উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।
ঘটনায় গ্রেপ্তার ৩ জন। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ওয়াসিম খান(২২), মুসতাকিম খান (১৮),নাসিম (২২)। সকলেই হরিয়ানার বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার ভোরে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি থেকে কাঠ গুলি উদ্ধার করা হয়।
বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় ১ কোটি টাকা। বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে শুক্রবার ভোরে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে দুটি ট্রাক বোঝাই বার্মা টিক উদ্ধার করা হয়েছে।
কাঠগুলি আসাম থেকে কলকাতা হয়ে ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।