Thursday, September 23, 2021
Homeনিউজধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার!

- Advertisement -

খড়গপুর ২৪×৭:-তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’। মৌসম ভবন সূত্রে খবর, ২৫ নভেম্বর তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। আছড়ে পড়ার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১৫০ কিলোমিটার। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্মচাপটি আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে মৌসম ভবন। এর প্রভাবে ২৬ নভেম্বর থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হবে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে ২৫ এবং ২৬ নভেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। অন্য দিকে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবং তেলঙ্গানায় বৃষ্টি হবে ২৫ এবং ২৬ নভেম্বর।তামিলনাড়ুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপটি চেন্নাইয়ের দক্ষিণে ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ, ঝোড়ো হাওয়ার দাপটে এই সময় সমুদ্র ব্যাপক উত্তাল হবে। তামিলনাড়ুর কাড্ডালোর এবং চিদম্বরম জেলায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০ টি দল মোতায়েন করা হয়েছে। পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। পুদুচেরির মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর কথা হয়েছে। সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!