খড়গপুর ২৪×৭ ডিজিটাল: জেল থেকে পালাল দুই বিচারাধীন বন্দি। যশপুর জেলা কারাগারের ঘটনা। বন্দিদের একজনের নাম কপিল ভগত, তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। অপরজনের নাম ললিত রাম, সে খুনে অভিযুক্ত।
সোমবার সকালে জেলের ২৩ ফুটের সীমানা প্রাচীর টপকে তারা পালিয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে। যশপুরের অতিরিক্ত পুলিশ সুপার উমেশ কাশ্যপ বলেছেন, তাদের খোঁজ চলছে।