নিজস্ব সংবাদদাতা,মুম্বাই:- চলন্ত ট্রেনে ধর্ষণের পর ছুড়ে ফেলে দেওয়া হলো যুবতীকে। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বছর কুড়ির ওই যুবতী। ভয়াবহ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নবি মুম্বাইতে। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবতী মুম্বইয়ের জে জে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। এমনই নিশংস ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে,তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবতী মহারাষ্ট্রের তিতওয়ালা জেলার বাসিন্দা। পোওয়াইতে গৃহপরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে। ভাসি ব্রিজ সংলগ্ন রেল লাইনের ধার থেকে জ্ঞান হীন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। লোকাল ট্রেনের একজন কর্মী ওই যুবতীকে প্রথমে দেখতে পায়। খবর দেওয়া হয় রেল পুলিশে। খবর পেয়ে জিআরপি পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীকে ক্ষতবিক্ষত,রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন। পুলিশ আধিকারিক সূত্রে জানা গেছে ওই যুবতীকে যৌন নিগ্রহ করা হয়,তারপর প্রাণে মেরে ফেলার জন্যই, ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। হসপিটালে যুবতীর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তার বয়ান রেকর্ড করা হবে তদন্তের স্বার্থে।