KGP 24X7 DIGITAL: গ্রেপ্তার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ভিন রাজ্য থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে একাধিক জনের মৃত্যু হয়। কম্বল কাণ্ডের জেরেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
শনিবার নয়ডায় রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন বিজেপি নেতা। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজই তাঁকে রাজ্যে আনার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। তৃতীয় শ্রেণির এক ছাত্রীও প্রাণ হারায়। আহত হন অনেকেই। সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্রর স্ত্রী চৈতালি তিওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি চলে যাওয়ার পরেই অনুষ্ঠানে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। কম্বল বিতরণের অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনায় জিতেন্দ্র, চৈতালি সহ আরও বহুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ। একাধিকবার জিজ্ঞাসাবাদ চলে এই ঘটনায়। শেষমেশ গ্রেপ্তার হলেন বিজেপি নেতা।