খড়গপুর ২৪×৭ ডিজিটাল: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় পরিস্থিতির শিকার বলে তাঁর জামিনের আবেদন করেছিলেন। আইনজীবী। অর্পিতার জামিনের আবেদন খারিজ করল আদালত। ফলে এখন জেল হেফাজতেই থাকতে হচ্ছে অর্পিতাকে।
দু’দিন আগেই অর্পিতার আইনজীবী আদালতে তাঁর জামিনের আবেদন করে বলেন, যে টাকা ও গয়না তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, তা পুরোটাই পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থই কিংপিন। অর্পিতা পরিস্থিতির শিকার। বুধবার ব্যাঙ্কশালের বিশেষ ইডি আদালতের বিচারক তাঁর নির্দেশে জানান, অর্পিতার কাছ থেকে উদ্ধার হওয়া বস্তু থেকে এটা নিশ্চিত যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত।
উদ্ধার হওয়া টাকা বা গয়না সম্পর্কে তাঁর অজ্ঞতার দাবি গ্রহণযোগ্য নয়। ফলে তিনি যে পরিস্থিতির শিকার, এই দাবিও দাঁড়াচ্ছে না। অভিযুক্ত যে অপরাধের সঙ্গে যুক্ত, তা স্পষ্ট। এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগের অভিযুক্ত শুধুমাত্র মহিলা বলেই ছাড় পেতে পারেন না। তাই তাঁর জামিন মঞ্জুর করা সম্ভব নয়। বিচারক অর্পিতার জামিনের আবেদন খারিজ করেন। ১৯ জুন ব্যাঙ্কশালের বিশেষ ইডি আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে অর্পিতা মুখোপাধ্যায়কে পেশ করা হবে।