Thursday, September 23, 2021
Homeনিউজডেবরায় নিজের কার্যালয়ে ৫০ বেডের আইসোলেশন সেন্টার তৈরি করলেন সাংসদ দেব

ডেবরায় নিজের কার্যালয়ে ৫০ বেডের আইসোলেশন সেন্টার তৈরি করলেন সাংসদ দেব

- Advertisement -

খড়গপুর ২৪×৭: করোনা রোগীদের পাশে দাঁড়াতে সোমবারই ঘাটাল, দাসপুর ও কলকাতায় খুলেছেন কমিউনিটি কিচেন। করোনা রোগীর সেখান থেকে বিনামূল্যে খাবার পাবেন। এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরায় নিজের কার্যালয়কে আইসোলেশন সেন্টারের পরিণত করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী।

সাংসদ দেব টুইট করে জানিয়েছেন, গতবারের মতো এবারও ডেবরায় আমার কার্যালয়টিকে আইসোলেশন সেন্টার হিসেবে গড়ে তোলা হল। ওই আইসোলেশন সেন্টারে থাকবে ৫০টি বেড। পাওয়া যাবে চিকিত্সক, নার্স, ওষুধ ও খাবার।  এছাড়াও করোনা রোগীদের জন্য অ্যাম্বুল্যান্স, অক্সিজেন পরিষেবা শুরু করা হয়েছে।

- Advertisement -

উল্লেখ্য, ইতিমধ্যেই ঘাটাল, দাসপুর ও কলকাতায় দেবের উদ্যোগে খোলা হয়েছে কমিউনিটি কিচেন। সোমবার থেকে শুরু হয়েছে ওই পরিষেবা।

কারা সুবিধে পাবেন ওই কমিউনিটি কিচেনের?  জানা গিয়েছে, কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ থাকলেই কমিউনিটি কিচেনের খাবার পাওয়া যাবে। তবে করোনা আক্রান্ত রোগীরাই শুধু নয়, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনরাও ওই সুবিধে পাচ্ছেন।

প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সময় রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সাংসদ দেব। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হোক কিংবা লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য-সব ক্ষেত্রেই মানবিক রূপ দেখা গিয়েছে অভিনেতা সাংসদ দেবের । এবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই কাজে নেমে পড়েছেন তৃণমূল সাংসদ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!