Thursday, September 23, 2021
HomeনিউজExclusive: নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক,ডেবরায় তীব্র চাঞ্চল্য

Exclusive: নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক,ডেবরায় তীব্র চাঞ্চল্য

- Advertisement -

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: কংসাবতী নদীতে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল এক যুবক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদার ষাঁড়পুর এলাকায়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সেখানে ছুটে আসে। এরপর ব্লক প্রশাসনের তৎপরতায় NDRF-এর কর্মীরা ছুটে গিয়ে নদী থেকে নিখোঁজ যুবকে উদ্ধারের চেষ্টা শুরু করে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে লক্ষণ বেরা নামে এক যুবক প্রতিবেশী দুই জনকে নিয়ে কংসাবতী নদীতে মাছ ধরতে যায়। সেই সময়ে জলের গতিবেগ থাকায় জলের তোড়ে ভেসে যায় তিনজন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা তারপরই নদীতে নেমে খোঁজাখুঁজির চেষ্টা করে। খবর দেওয়া হয় ডেবরা থানায়। ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ আধিকারিকরা ও ব্লক প্রশাসনের তৎপরতায় NDRF-এর টিম নদীতে নামিয়ে খোঁজাখুঁজি শুরু হয়। দুই জনকে উদ্ধার করা গেলেও। লক্ষণ বেরা নামে ওই যুবককে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি।

প্রশাসন সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল থেকে নদীতে এনডিআরএফ এর টিম নামিয়ে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের কোন খোঁজ মিলেনি বলে খবর।

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!