Wednesday, October 5, 2022
Homeঅন্যান্যছুটি কাটাতে দীঘা যাচ্ছেন? কম খরচে হোটেলে বুকিং করুন
Advertisement

ছুটি কাটাতে দীঘা যাচ্ছেন? কম খরচে হোটেলে বুকিং করুন

Advertisement

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: দীঘা যাননি,অথচ ঘুরতে ভালোবাসেন এমন বঙ্গবাসী খুঁজে পাওয়া দুষ্কর। প্রতি বছর লাখে লাখে মানুষ নিয়মিত ভাবে দিঘা ঘুরতে যান। এত কাছে সমুদ্র থাকায় ব্যাপক ভিড় হয় এই সৈকত শহরে। বিশেষ করে কোনও একটানা ছুটি থাকলে তিলধারণের জায়গা থাকে না দিঘাতে। এক্ষেত্রে সাধারণ মানুষ সবথেকে যে অসুবিধার মধ্যে পড়েন তা হল হোটেল নিয়ে। হোটেলগুলিতে ঠাঁই পাওয়া তখন একপ্রকার দুঃসাধ্য হয়ে ওঠে। বহু মানুষ চান, সাধ্যের মধ্যে ভালো হোটেল। আসুন জেনে নিন হোটেলের নাম ও ঠিকানা -👇

- Advertisement -
- Advertisement -

সমুদ্র সৈকত দীঘাতে বাজেটের মধ্যে ভালো হোটেল খুঁজতে গেলে এই হোটেলের কথা বলতেই হয়। নাম: হোটেল ইউটোপিয়া (Hotel Utopia)। একেবারেই বাজেটের মধ্যে। যথেষ্ট পরিষ্কার পরিছন্ন আর দামটাও সাধ্যের মধ্যেই। Ac/Non-AC রুম থেকে শুরু করে,রান্না করে খাওয়া দাওয়া করার সুবিধা। তাই দীঘা যাওয়ার প্লানিং করলে এখানে বুকিংয়ের ট্রাই করে দেখতেই পারেন।

হোটেলের ঠিকানা: ওল্ড দীঘা থানার পিছনে (ফরেস্ট বাংলো রোড) পিন: ৭২১৪২৮ / হোটেল বুকিং করতে ফোন নম্বর: 8653978373

কি কি পরিষেবা পাচ্ছেন এই হোটেলে? 👇

1: নিজের পছন্দ মত Ac/ Non-AC রুম।

2: ২৪ ঘণ্টা লিফট পরিষেবা।

3: বিনামূল্যে গাড়ি পার্কিং।

4: ফ্রি হাইস্পিড ইন্টারনেট।

5: CCTV (সিসিটিভি) সুরক্ষা।

6: অগ্নি নিরাপত্তা ব্যবস্থা।

7: রুমের সাথে ব্যালকনি।

8: নিজেরা রান্না করে খাওয়ার দাওয়া করার সুবিধা।

9: প্রত্যেক রুমে রয়েছে টিভি।

 

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!