খড়গপুর ২৪×৭ ডিজিটাল: এবার গ্রাহকদের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার দায়িত্বও কাঁধে তুলে নিল ফ্লিপকার্ট। বুধবার তাঁদের নয়া অ্যাপ ফ্লিপকার্ট হেলথ প্লাস আনল এই ভারতীয় সংস্থাটি।
জানা গিয়েছে, দেশের ২০ হাজার পিন কোডে ওষুধ পৌঁছে দেবে সংস্থাটি। ইতিমধ্যে তাদের সঙ্গে যুক্ত হয়েছে ৫০০-র বেশি ওষুধ বিক্রেতা। যাঁদের প্রত্যেকের রেজিস্ট্রেশন রয়েছে।
ফ্লিপকার্ট হেলথ প্লাস-এর চিফ এগজিকিউটিভ অফিসার প্রশান্ত জাভেরি জানান, করোনা পরিস্থিতি এক ভয়ঙ্কর অবস্থার সাক্ষী থেকেছে গোটা দেশ। দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে এই উদ্যোগ কাজে লাগবে।
এই উদ্যোগ প্রত্যন্ত এলাকায় ওষুধ পৌঁছে দিতেও সাহায্য করবে বলে জানান ফ্লিপকার্ট হেলথ প্লাস-এর চিফ এগজিকিউটিভ অফিসার প্রশান্ত জাভেরি। বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে অ্য়াপটি পাওয়া যাচ্ছে।