খড়গপুর ২৪×৭ ডিজিটাল: গ্রেপ্তার করা হল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। গোরুপাচার মামলায় বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। পরপর ১০ বার অনুব্রতকে হাজিরার জন্য তলব করে সিবিআই।
কিন্তু এর মধ্যে মাত্র একবারই সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। বারবার অসুস্থতার অজুহাতে যেভাবে অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন সেটা ভালো চোখে দেখছেন না তদন্তকারী আধিকারিকরা। এদিন সকাল থেকে চারদিক থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় অনুব্রত মণ্ডলের বাড়ি।
সিবিআই আধিকারিকদের ৮ থেকে ১০ জনের একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করেন দরজা বন্ধ করে দিয়ে শুরু হয় তল্লাশি। এরপরই মূলত তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।