Thursday, September 23, 2021
Homeরাজ্যজেলাপর্যটকদের জন্য খুশির খবর! পুজোর আগেই টয়ট্রেন চালু করার সিদ্ধান্ত উত্তর পূর্ব...

পর্যটকদের জন্য খুশির খবর! পুজোর আগেই টয়ট্রেন চালু করার সিদ্ধান্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের

- Advertisement -

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: করোনার কারণে অন্য সবকিছুর পাশাপাশি পর্যটন শিল্পকেও ক্ষতির মুখে পড়তে হয়েছে। বলাবাহুল্য মহামারীর কারণে প্রায় মুখ থুবড়ে পড়েছিল পর্যটন শিল্প, পাশাপাশি রেল বন্ধ থাকায় আরও সমস্যার মুখে পড়েছিল পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং সাধারণ মানুষ।

পর্যটন শিল্পের গতি স্বাভাবিক করতে সম্প্রতি দার্জিলিং-ঘুম জয়রাইড চালু করা হয়েছে, তাতে যথেষ্ট ভালো সাড়াও পাওয়া গিয়েছে। আর সেই কারণেই আবার নতুন করে টয়ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। উল্লেখ্য, পর্যটকদের আকৃষ্ট করতে আবারও শিলিগুড়ির নিউজলপাইগুড়ি থেকে দার্জিলিং গামী টয়ট্রেন চালু করা হচ্ছে।

- Advertisement -

স্বাভাবিকভাবেই পুজোর আগে টয়ট্রেন চালু হওয়ায়, পুজোর সময় পাহাড়ে পর্যটকদের ভীড় উপচে পড়তে পারে বলে অনুমান করছেন পর্যটন ব্যবসায়ীরা। কারণ দেশ-বিদেশ থেকে পর্যটকরা এই টয়ট্রেন চড়তেই ছুটে আসেন শৈলশহরে।

এই বিষয়টি নিয়ে এনএফরেলওয়ের সিপিআরও গুনিত কৌর জানান, আগামী ২৫ আগস্ট থেকে নিউ জলপাইগুড়ি- দার্জিলিং টয় ট্রেন চালু হবে। একটানা ধস ও করোনার জেরে প্রায় দেড়বছর ধরে বন্ধ ছিলো এই পরিষেবা। তবে করোনা সংক্রমণ একটু স্বাভাবিক হতেই পাহাড়ে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আর সেই কারণেই অবশেষে টয় ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তিনি এও জানান, “এই সিদ্ধান্তে  পুজোর মুখে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশাবাদী রেল”।

অপরদিকে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সাণ্যাল জানান, টয়ট্রেন চালু হওয়া অত্যন্ত জরুরী হয়ে পড়েছিল। অবশেষে চালু হওয়ায় আমরা সকলেই খুব খুশী,  আশাকরি পুজোর সময় পর্যটকরা উত্তরবঙ্গ আসবেন তাদের ছুটি কাটাতে।উল্লেখ্য, টয়ট্রেন চালু করা ছাড়াও পর্যটনের সুবিধার্থে কয়েক মাস আগে বন্ধ থাকা শতাব্দী এক্সপ্রেসও চালু করেছিল রেল।মূলত এবার পুজোর মরসুমের কথা মাথায় রেখেই পাহাড়িয়া এক্সপ্রেস ও টয় ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ।

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!