খড়গপুর ২৪×৭ ডিজিটাল: শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জামাইবাবু। ঘটনাটি বাঁকুড়া সদর মহিলা থানা এলাকার লালবাজার বাগদি পাড়ার। পুলিশ জানিয়েছে ধৃত জামাইবাবু প্রেম সাইনি বাঁকুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জামাইবাবুর এই কুকীর্তি প্রকাশ্যে চলে আসায় বুধবার বাঁকুড়া সদরে শোরগোল পড়ে যায়।
বুধবারই সকালে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বাঁকুড়া মহিলা থানার পুলিশ। এদিনই তাকে তোলা হয়। আদালতে। আদালত সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তিকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে, প্রেম সাইনির স্ত্রী এই ঘটনায় লিখিত অভিযোগ করেন। স্ত্রীর অভিযোগ মেলার পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
অভিযোগ, মোতাবেক অভিযুক্ত প্রেমের বাড়িতেই থাকতেন তার বছর কুড়ির শ্যালিকা। অভিযোগ, বর্ষবরণের রাত থেকে শ্যালিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন প্রেম। অবশেষে গত মঙ্গলবার বাড়িতেই স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বাথরুমে বন্দি করে তাঁর উপর পাশবিক অত্যাচার চালায় প্রেম। এদিন অভিযুক্তদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের কোনও সাড়া মেলেনি।