নিজস্ব সংবাদদাতা: নির্জন এলাকায় রাতে বহাল তবিয়তে চলছিল জুয়ার আসর। স্থানীয় কয়েকজনের পাশাপাশি আশপাশের গ্রাম থেকেও ভিড় করেছিলেন কয়েকজন। তবে শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ওই জুয়ার আসরে হানা দেয় বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ। জুয়ার ঠেক থেকেই মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে নগদ ৪৭ হাজার টাকা, মোটরবাইক-সহ জুয়া খেলার সরঞ্জাম।
পুলিশ জানিয়েছে, জুয়ার আসর থেকে ধরা হয়েছে তপন রায়, হিরুগোপাল পাল, সদাগর মিদ্যা, অলোক মণ্ডল, ফরিদ জমাদার ও ডনি মিদ্যাকে। তপন রায়ের বাড়ি জয়পুর থানার ময়নাপুর গ্রামে। হিরুগোপাল পাল, অলোক মণ্ডল, ফরিদ জমাদারের বাড়ি আসুরালি গ্রামে। বাকি সদাগর মিদ্যা ও ডনি মিদ্যার বাড়ি চকপাহাড়ি গ্রামে। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস এদিন বলেন, “জয়পুর থানার ময়নাপুরের আসুরালিতে একটি নির্জন স্থানে জুয়ার ঠেক চলার খবর পেয়ে পুলিশ হানা দিয়েছিল। ওই জুয়ার আসর থেকে ৬ জনকে ধরা হয়। মোটরবাইক আটক করা হয়েছে।
জুয়ার আসর থেকে নগদ ৪৭ হাজার টাকা-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। তবে কয়েকজন পালিয়ে গিয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জয়পুর থানার আসুরালিতে এক নির্জন স্থানে জুয়ার ওই আসর বসে। খবর পেয়ে জয়পুর থানার ওসি রামনারায়ণ পালের নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে হানা দেয়। পুলিশি হানার মধ্যে কয়েকজন পালাতে সমর্থ হলেও ৬ জন ধরা পড়ে যায়। তবে তাদের মোটরবাইকগুলি আটক করেছে পুলিশ। সোমবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানো হয়।