খড়গপুর ২৪×৭ ডিজিটাল: সোনার গয়না খোওয়া যাওয়া নিয়ে দুই ছেলের মধ্যে বিবাদ। আর এই বিবাদ থামাতে গিয়ে ছোট ছেলের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল বাবার।
ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার হাজিপুর গ্রামে। মৃতের নাম সাবির আলি। তিনি শান্তিনিকেতনের নিরপত্তারক্ষী ছিলেন।
জানা গিয়েছে, সাবির আলির মেজো ছেলে আবুতালেমের একটি সোনার ব্রেসলেট খোওয়া যায় দিন কয়েক আগে। আবুতালেমের সন্দেহ, তার ছোট ভাই সাহাউদ্দিন ওই গয়না চুরি করেছে। বিষয়টি নিয়ে দিন কয়েক ধরে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল।
এই বিবাদ মেটাতে শুক্রবার রাতে সাবির আলি বাড়ি ফিরে দুই ছেলেকে সঙ্গে নিয়ে মীমাংসা করতে বসেন। সেই সময় ছোট ছেলে সাহাউদ্দিন মেজো ছেলে আবুতালেমের বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। সাবির আলি তখন ছোট ছেলেকে আটকাতে যান। তখনই তাঁর বুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ছোট ছেলে সাহাউদ্দিন।
এরপরেই সে ঘর থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় সাবির আলিকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।