খড়গপুর ২৪×৭ ডিজিটাল: পরীক্ষার শেষদিনে পরীক্ষা কেন্দ্রের বাইরেই অ্যাসিড হামলার শিকার হলেন মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী।
নলহাটি শহরেরবেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ছাত্রীর স্বামীকে গ্রেফতার করেছে।
অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠেছে আক্রান্তের স্বামীর বিরুদ্ধেই। ছাত্রীর বাড়ি বীরভূমের নলহাটি থানার গোপালপুর গ্রামে। বছর দুয়েক আগে একই থানার সরধা গ্রামে রাজেশ শেখের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিনমাসের একটি সন্তান রয়েছে।
বিয়ের পর মেয়েটি আটগ্রাম হাইস্কুল থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। এবার তার মাধ্যমিক আসন পড়েছে নলহাটি গার্লস হাইস্কুলে। আজ সকালে গার্লস হাইস্কুলের পাশে সেচ দফতরের অফিসের পিছনে পুকুর পারে ওই ছাত্রী স্বামীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তখনই স্বামী তার মুখে অ্যাসিড ছুড়ে দেয়। তার মুখ ও হাত পুড়ে গেছে বলে জানা গেছে।