খড়গপুর ২৪×৭ ডিজিটাল: গভীর রাতে সদ্য নির্বাচিত সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে দেদার বোমাবাজিতে ব্যাপক উত্তেজনা শহরের রক্ষাকালীতলা এলাকায়। শুক্রবার রাত আড়াইটে থেকে আচমকা শুরু হয় বোমাবাজি।
পনেরো মিনিট ধরে পরপর বোমা পড়তে থাকে। সিইড়ির ৩ নং ওয়ার্ডে ভাই চেয়ারম্যানের বাড়ি। বাড়ির দরজা লক্ষ্য করে হয়েছে পরপর বোমাবর্ষন। ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে লক্ষ্য করা গিয়েছে, ঘটনার সময় ছয় জন দুষ্কৃতী তিনটি মোটরবাইকে আসে ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে। তারপর শুরু হয় তার বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা নিক্ষেপ।
১৫ মিনিটের কাছাকাছি সময় ধরে চলে এই বোমা নিক্ষেপ। এরপর তারা এলাকা ছেড়ে চম্পট দেয়।এমন বোমাবাজির ঘটনা বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং দরজা ও অন্যান্য সামগ্রীর ক্ষতি হয়েছে।