Tuesday, September 26, 2023
Homeজেলাপশ্চিম মেদিনীপুরতাজা বোমা উদ্ধার বগটুইয় সংলগ্ন এলাকায়!
Advertisement

তাজা বোমা উদ্ধার বগটুইয় সংলগ্ন এলাকায়!

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: মুখ্যমন্ত্রী জেলা থেকে যাওয়ার পরেই বীরভূমের মারগ্রাম থেকে উদ্ধার হল তাজা বোমা।

গত বৃহস্পতিবার বগটুই গ্রামে এসে রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের যেখানে যেখানে বোমা ও বেআইনি অস্ত্র মজুদ আছে সব উদ্ধার করতে । আর পরদিনই অর্থ্যাৎ শুক্রবার বীরভূমের মাড়গ্রাম এলাকা থেকে উদ্ধার তাজা বোমা।

- Advertisement -
- Advertisement -

প্রায় ৬০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। জানা যায়, গ্রামের খালের ধারে ছটি জারে বোমাগুলি রাখা ছিল। মাড়্গ্রামের ছোট ডাঙাল এলাকা থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তবে কে বা কারা বোমাগুলি রেখেছিল তার হদিশ মেলেনি এখনও।

নাকি পুলিশি সক্রিয়তা জাহির করতে বোমা উদ্ধারের পেছনে আছে অন্য কোন গল্প?  উঠছে সেই প্রশ্নও। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডেও।

এর পাশাপাশি চারটি বালতিতে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার ধলহারা ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের হুরুলুলুর ডাঙা এলাকায়। কারা এই বোমা রেখেছে তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে এলাকার একটি জঙ্গলের মধ্যে চারটি বালতি উদ্ধার হয়। ওই বালতিগুলিতে রাখা ছিল প্রায় ১০০টি বোমা।

 

 

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!