খড়গপুর ২৪×৭ ডিজিটাল: সম্পর্ক মানেনি দুই পরিবার। বারেবারে আপত্তি এসেছে। তারা সংসার করলে কিভাবে নেবে দুই পরিবার। এই আতঙ্কে প্রেমিকাকে সঙ্গে নিয়ে গ্রামের বাইরে গাছের একই ডালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হল যুগল।
যে ঘটনায় রবিবার সকাল থেকে উত্তাল পাইকর থানার মিত্রপুর পঞ্চায়েতের মাঠ করমজা গ্রাম। পুলিশ গ্রামের বাইরে পুকুরের পাড় থেকে শ্রবণ মাল (২২) ও তাঁর নাবালিকা প্রেমিকার দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। শ্রবণ পেশায় ছিল দিনমজুর।
নিজের গ্রামেরই বছর ষোলোর এক নাবালিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন সেই সম্পর্ক ধামাচাপা থাকলেও সম্প্রতি দুই পরিবার জেনে ফেলে। এদিকে গ্রাম সূত্রে খবর, শ্রবণের দাদার সঙ্গে আত্মঘাতী প্রেমিকার দিদির একই রকমভাবে সম্পর্ক ছিল।
কিন্তু দুই পরিবারের পক্ষে তা মেনে নেওয়া হয়নি। ফলে তাদের প্রেম বিফলে যায়। তাঁরা দু’জনে দু’ভাবে সংসারী হয়েছে।