খড়গপুর ২৪×৭ ডিজিটাল: নকল সোনার ৪৪০টি কয়েনকে আসল বলে বিক্রি করে ন’লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে বীরভূমের মহম্মদবাজার থেকে গ্রেফতার করল সাগরদিঘি থানার পুলিশ। ধৃত দুই প্রতারকের নাম শেখ সাদেক ও জাকিরুল শেখ। বাড়ি সাঁইথিয়ায়।
অভিযুক্তদের শনিবার দুপুরে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হলে ১২ দিনের জন্য তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জঙ্গিপুরের এসডিপিও বিদ্যুৎ তরফদার জানান, আসল বলে ৪৪০টি নকল সোনার কয়েন বিক্রির জন্য সাঁইথিয়ায় ডেকে ন’লক্ষ টাকা প্রতারণা করে দুই ব্যক্তি।
দ্বিতীয়বার একই কায়দায় প্রতারণা করার চেষ্টা করে তারা। এরপর সাগরদিঘি পুলিশ ফাঁদ পেতে মহম্মদবাজার থানার সাহায্য নিয়ে দুই প্রতারককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। ব্যক্তির বাড়ি সাগরদিঘি। প্রতারিত