খড়গপুর ২৪×৭ ডিজিটাল: গোরুপাচার মামলায় কয়েকদিন আগে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। এবার সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে বীরভূমের বিভিন্ন থানার একাধিক পুলিশ কর্মী।
সিবিআই সূত্রের খবর, শুধু অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন নন, গোরুপাচার মামলায় জেলার একাধিক পুলিশ কর্মীর ওপর নজর রাখা হচ্ছে। সায়গলের কল লিস্ট খতিয়ে দেখে ওই সমস্ত পুলিশ কর্মীর হদিস মিলেছে। তাঁরা কার নির্দেশে কাজ করতেন, তা জানার চেষ্টা চলছে। সিবিআই সূত্রের খবর, প্রয়োজনে ওই পুলিশ কর্মীদের তলব করে তাঁদের বক্তব্য রেকর্ড করা হতে পারে।
এদিকে, বোলপুরের শিয়ানে ৫০ বিঘা জমিতে একটি খামারবাড়ির খোঁজ পেয়েছে সিবিআই। তবে সেটির মালিকানা নিয়ে ধন্দ রয়েছে। যদিও কেয়ারটেকারের পরিবারের দাবি, খামারবাড়ির মালিক অনুব্রত মণ্ডল। প্রায় ২০ বছর আগে ওই খামারবাড়িটি কেনেন তিনি। ৫০ বিঘা জমিতে ধান, মাছ, সবজির চাষ হয় বলে দাবি কেয়ারটেকারের।
খামারে গবাদি পশু নেই, তবে খড়ের গাদা রয়েছে। মাঝেমধ্যেই অনুব্রত সেখানে যেতেন, এমনই দাবি। তবে ওই বাড়িটি অনুব্রতরই কি না, সে বিষয়ে কোনও নথি এখনও সিবিআইয়ের হাতে আসেনি বলে খবর।