খড়গপুর ২৪×৭ ডিজিটাল: বোলপুরে ব্যাংকে আগুন। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ দোতলায় আগুন লাগে। কর্মীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন। গোরু পাচার মামলায় তদন্তে নেমে এই ব্যাংকের শাখায় একাধিকবার হানা দিয়েছে সিবিআই।
জানা গিয়েছে, এই শাখায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, দেহরক্ষী সায়গল হোসেন সহ ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট রয়েছে৷ এছাড়া সুকন্যা মণ্ডলের নামে কেনা জমির লেনদেনও ব্যাংকের এই শাখার মাধ্যমেই হয়েছিল৷
তথ্য লোপাটের জন্যই এই আগুন নয়তো? এই নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।