খড়গপুর ২৪×৭ ডিজিটাল: শিশু নিঁখোজ যেন রোজনামচায় পরিণত হয়েছে বীরভূমে। ফের বোলপুরে দুই শিশু নিখোঁজের ঘটনায় তোলপাড় এলাকা। শনিবার দুপুর থেকে বোলপুরের সুরশ্রী পল্লী থেকে দুই ভাই নিখোঁজ।
বছর সাতের বিনোদ মাহাতো ও বছর সাড়ে চারের প্রমোদ মাহাতোকে শনিবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। বোলপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন তাদের বাবা মহেশ মাহাতো৷ অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বোলপুর ও শান্তিনিকেতন দুইই থানারই পুলিশ। দুই থানার পুলিশ এলাকায় তল্লাশি চালাচ্ছে।
প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। নিখোঁজ নাবালক দুই ভাইয়ের জেঠু দীনেশ মাহাতো বলেন, “আমার ভাইয়ের দুই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ পুলিশ এসেছে৷ তল্লাশি চালাচ্ছে৷ ওদের কেউ নিয়ে চলে গিয়েছে বলেই মনে হয়।”
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই ভাইয়ের বাবা ও মায়ের মধ্যে অশান্তির কারনে দিন কয়েক আগে তাদের মা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তদন্তে নেমে পুলিসের প্রাথমিক অনুমান, হয়ত নাবালক দুজনের মা হয়ত তাদেরকে কোন ভাবে একদিন আগে বাড়ি এসে নিজের সঙ্গে নিয়ে চলে গিয়েছেন। তবে এখনও বাচ্চাদুটির বর্তমান ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিস।