Tuesday, September 26, 2023
Homeজেলাবীরভূমব্যাংকের দেওয়াল কেটে চুরির চেষ্টা
Advertisement

ব্যাংকের দেওয়াল কেটে চুরির চেষ্টা

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ব্যাংকের দেওয়াল কেটে চুরির চেষ্টা হল সিউড়ি থানা এলাকার তিলপাড়া গ্রামে। ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি কলেজ চত্বরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই ঘটনা ঘটে। তবে দুষ্কৃতীরা কিছু চুরি করতে পারেনি বলে ব্যাংক ও পুলিশ দাবি করে।

জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান, সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমেছে। বেশ কিছু সূত্র পেয়েছে। ফরেনসিক দল তদন্ত শুরু করবে। গত শুক্রবারের পর থেকে পরপর চার রাত ব্যাংক বন্ধ ছিল। এই সুযোগে ব্যাংকের দেওয়াল কেটে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। ব্যাংকের ওই শাখার ম্যানেজার বিউটি চৌধুরী বলেন, এখনও পর্যন্ত চুরির কিছু হদিশ নেই।

- Advertisement -
- Advertisement -

পুলিশ তদন্ত করছে। তবে ব্যাংকের ভিতরে থাকা সি সি ক্যামেরার হার্ডডিক্স খুলে নিয়ে যায় দুস্কৃতিরা। তবে তারা সংখ্যায় কতজন ছিল, ঠিক কবে চুরির চেষ্টা চলেছিল তার খোঁজে এলাকার অনান্য সি সি ক্যামেরার ছবি সংগ্রহ করছে পুলিশ। ডিএসপি অয়ন সাধু ও সিউড়ি থানার আই সি মহম্মদ আলি ঘটনার তদন্তে যান।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!