খড়গপুর ২৪×৭ ডিজিটাল: বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। মামলা ফিরিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত মঙ্গলবার জানিয়ে দিল,এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।
এদিন শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটির আইনজীবী জয়দীপ কর বলেন, পৌষমেলার আয়োজন করার জন্যই ট্রাস্ট তৈরি করা হয়েছিল। পৌষমেলা বাইরের কোনও মাঠে হতে পারে না। তার একটা ঐতিহ্য রয়েছে। এর সঙ্গে বিশ্বভারতীও জড়িত। মেলায় স্টল যাতে নিয়ম মেনে করা হয়,তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হোক জেলাশাসককে। পুলিশ এবং রাজ্য সরকারকে। মেলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হোক।
বিশ্বভারতীর আইনজীবী জানান, জাতীয় পরিবেশ আদালত একাধিকবার বলেছে, ওই মাঠে মেলা করলে পরিবেশের ভয়ানক ক্ষতি হবে। তাই বিশ্বভারতীর মাঠে মেলা করা যাবে না। মামলাকারীর আইনজীবী বলেন, প্রায় একশো বছর ধরে ওই মাঠে মেলা হচ্ছে। এইভাবে যখন তখন মেলার জায়গা বদল করা যায় না।
সরকারি আইনজীবী অনির্বাণ রায় জানান, রাজ্য সরকার বিকল্প জায়গার কথা বলেছে। আগের বার বিশ্ববিদ্যালয় থেকে দুই কিমি দূরে মেলা হয়েছিল। কোনও অভিযোগ আসেনি। সেই মাঠেই মেলা হবে বিশ্বভারতী মাঠ না দিলে।