Saturday, March 25, 2023
Homeজেলাবীরভূমসিলিন্ডারে গ্যাসের বদলে জল! এমনই অভিযোগে এজেন্সির সামনে বিক্ষোভ দেখালো গ্রাহকরা
Advertisement

সিলিন্ডারে গ্যাসের বদলে জল! এমনই অভিযোগে এজেন্সির সামনে বিক্ষোভ দেখালো গ্রাহকরা

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় গ্যাস অনেক কম। গ্যাসের পরিবর্তে জল বের হচ্ছে সিলিন্ডার থেকে। এমন অভিযোগ এনে বোলপুরে গ্রাহকরা এজেন্সির সামনে বিক্ষোভ দেখালেন বুধবার। বেশ কয়েক মাস ধরেই গ্যাস ভর্তি নতুন সিলিন্ডারে সঠিক পরিমাণে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা।

অভিযোগ,বহুবার মৌখিকভাবে জানালেও কোনও সুরাহা হচ্ছে না। কোনও ব্যবস্থা নিচ্ছে না গ্যাস এজেন্সি। মিলছে না কোনও সদুত্তর। উল্টে এজেন্সির পরামর্শ এবার থেকে সিলিন্ডার নেওয়ার সময় ওজন করিয়ে নেবেন। বোলপুর সংলগ্ন রজতপুর এলাকার টগর শেখ ও শান্তিনিকেতন বাগান পাড়ার সৌতম দাসের অভিযোগ, গ্যাস সিলিন্ডারে গ্যাস কম থাকছে। প্রথমে বুঝতে না পারলেও ব্যবহারের আগেই শেষ হয়ে যাওয়ায় সন্দেহের বসে সিলিন্ডার ওজন করতে গিয়ে বিষয়টি ধরা পরে।

- Advertisement -
- Advertisement -

প্রত্যেকেরই সিলিন্ডারে কমবেশি পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত গ্যাস কম। গ্যাসের পরিবর্তে সিলিন্ডার থেকে বের হচ্ছে লিটার লিটার জল। বিষয়টি নিয়ে অপেক্ষায় ছিলেন বোলপুরের গ্যাসের গ্রাহকরা। গ্যাস সিলিন্ডার ওজন করে নিতে চাইলে প্রথমে এজেন্সির লোক রাজি না হলেও গ্রাহকদের চাপে প্রত্যেকটি সিলিন্ডার ওজন করতে শুরু করে।

দেখা যায় সিলিন্ডারগুলিতে নির্ধারিত পরিমাণ গ্যাস নেই। এর ফলে এলাকাবাসী গ্যাসের এজেন্সির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্যাস এজেন্সি কর্মী স্বাধীন সামন্ত জানান, “কারখানা থেকে সিলিন্ডারে কোনও সমস্যা হতে পারে। কোম্পানিকে জানাবো যাতে ভবিষ্যতে গ্রাহকদের যাতে কোনও অসুবিধা না হয়।”

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!