খড়গপুর ২৪×৭ ডিজিটাল: পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন এলাকায় বোমা থেকে শুরু করে অস্ত্র উদ্ধারের খবর মিলেছে। তারই মধ্যে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হলো একজন।
ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নানুরের বেনেরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় জার্মান শেখ নামে এক দুষ্কৃতী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতকে আজ সোমবার বীরভূম জেলা আদালতে তোলা হয়েছে।