নিজস্ব সংবাদদাতা: হাতির দাঁত পাচারের আগে মহম্মদবাজার থানা এলাকায় গ্রেফতার হল তিন চোরাকারবারী। তাদের কাছে উদ্ধার হল পূর্ণবয়স্ক হাতির দুটি দাঁত। মার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। মূল পাচারকারী মহেশকুমার রায়কে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল সিউড়ি আদালতের বিচারপতি।
বাকি দুজন শেরু শেখ ও রাজেশ শেখকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বীরভূম লাগোয়া ঝাড়খন্ডের রানিশ্বর থানার বিষক্তি গ্রামের বাসিন্দা মহেশকুমার রায়। দেশের ও রাজ্যের বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিষ চুরি করে বিক্রি করা ছিল তার কাজ। দুমকা জেলার রানিশ্বর থেকেই গড়ে তুলেছিল একটা নেটওয়ার্ক।
সেই মতো সোমবার বিকালে স্থানীয় মহম্মদবাজারের দু’জন বাসিন্দা মহম্মদবাজারের নতুন পল্লির বাসিন্দা শেরু শেখ তরফে খান ও ঢোলকাটার রাজেশ শেখকে সঙ্গে নিয়ে বাইকে করে যাচ্ছিল। দুটি বাইকে চটে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছিল ৫০ লক্ষ টাকা মূল্যের হাতির দাঁত। মহম্মদবাজার পুলিশ ঝাড়খণ্ড সীমানায় কাঠ পাহাড়ি এলাকায় চোরাকারবারীদের ধরতে জাল পেতেছিল।
তাদের গ্রেফতার করতেই বেরিয়ে পড়ে চোরাই হাতির দাঁত। মঙ্গলবার তাদের সিউড়ি আদালতে তোলা হয়। সহকারি সরকারি আইনজীবী মোক্তার হোসেন জানান, দুটি দাঁতের একটি সাড়ে ২৮ ইঞ্চি, অন্যটি ২৭ ইঞ্চি। মূলত মহেশ কুমার রায় দাঁত দুটি পাচার করছিল।