খড়গপুর ২৪×৭ ডিজিটাল: বাড়িতে বোমা বাঁধার সময় বোমা ফেটে জখম হলো দুই। তাদের মধ্যে রাহান শেখ নামে একজনের আঘাত গুরুতর।
তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় একজনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বীরভূমের রামপুরহাট থানার কালিকাপুর গ্রামে। গভীর রাতে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান কালিকাপুর গ্রামের বাসিন্দারা।
বিস্ফোরণের আওয়াজ শুনে তারা ঘটনাস্থলে পৌঁছান। গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। গ্রামবাসীদের অনুমান ওই বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় বোমা ফেটে যায়।
বিষয়টি পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাত থেকেই বিস্ফোরণের স্থল ঘিরে রেখেছে পুলিশ। শনিবার বম্ব স্কোয়াড এসে ওই বাড়িতে তল্লাশি চালাবে বলে খবর। এখনো পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে।