Monday, September 27, 2021
Homeজেলাদক্ষিণ দিনাজপুরসুন্দরবনে পূর্ণবয়স্ক অসুস্থ বাঘের মৃত্যু

সুন্দরবনে পূর্ণবয়স্ক অসুস্থ বাঘের মৃত্যু

- Advertisement -

KGP 24×7: সুন্দরবনে মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক বাঘের খুবই অসুস্থ ছিল প্রাণীটি। ফরেস্ট প্রোটোকল মেনে তার দেহের ময়নাতদন্ত হবে। আপাতত মনে করা হচ্ছে, ইয়াস ও ভরা কোটালের জোড়া ফলার জেরে ঘটা বিপুল জলোচ্ছ্বাসে এটি ভেসে এসেছে এবং তখনই অসুস্থ হয়। পরে এর মৃত্যু ঘটে।

রবিবার সকালের দিকে সুন্দরবন টাইগার রিজার্ভের হরিখালি ক্যাম্পে অসুস্থ বাঘটিকে দেখা যায়। বাঘ দেখে স্বাভাবিক ভাবেই মানুষের মনে আতঙ্ক জাগে। কিন্তু ক্রমশ যখন বোঝা যায়, এটি অসুস্থ তখন বনকর্মীরা বাঘটিকে জল ও খাবার দেন। এটি নিজে থেকে জল খেতে পারে না। তখন বাঘটির মুখে জল দেওয়া হয়। অসুস্থতার জেরে খাবার খাওয়ার শক্তিটুকুও তার ছিল না।

- Advertisement -

বন দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি ১১-১২ বছরের। ইয়াস-এর জেরে ঘটা জলোচ্ছ্বাসের সঙ্গে লড়তে গিয়েই সম্ভবত  অসুস্থ হয়ে পড়ে এটি। যখন এটিকে দেখা যায়, তখন এটি অত্যন্ত দুর্বল। বনকর্মীরা মরণাপন্ন বাঘটির মুখে জল দেন। তবে খাবার দেওয়া হলেও খেতে পারে না সে।

অসুস্থ বাঘটির শুশ্রূষার জন্য এটিকে সজনেখালি নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু নিয়ে যাওয়ার পথেই এটি মারা যায়। বন দফতর সূত্রে জানানো হয়েছে, নিয়ম মেনেই বাঘের দেহ ময়নাতদন্ত হবে। তবে, আপাতত মনে করা হচ্ছে, ইয়াস ও ভরা কোটালের জেরেই এর এই অবস্থা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!