খড়গপুর ২৪×৭,হুগলি:- বিজেপি নেতার গাড়ি ভাঙচুর,এলাকায় ব্যাপক উত্তেজনা।
রাজ্যের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে রাজনৈতিক সংঘর্ষ বেড়েই চলেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তেজনা ছড়াচ্ছে। এক বিজেপি নেতার গাড়ি ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হুগলি জেলার শ্রীরামপুর এলাকায়। অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি নেতার নিরাপত্তারক্ষী বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রে জানা গেছে আক্রান্ত বিজেপি নেতার নাম কবীর শংকর বসু। বল্লভপুর এলাকায় একটি ফ্ল্যাটে তিনি থাকেন। অভিযোগ রাতের বেলা যখন ফ্ল্যাট থেকে নিচে নেমে ছিলেন। তখন ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকা কিছু তৃণমূল কর্মী গন্ডগোল শুরু করে। এরপরে তৃণমূল ও বিজেপি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। কবির শঙ্করের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে ওই বিজেপি নেতার নিরাপত্তারক্ষী। এ ঘটনায় আহত হয় দুই পক্ষের বেশকয়েকজন। অভিযোগের পাল্টা অভিযোগ সরগরম হুগলি শ্রীরামপুর। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।