খড়গপুর ২৪×৭ ডিজিটাল: রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন। বুধবার ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এদিন কারখানায় কাজ চলছিল। সেইসময় কারখানার এক জায়গা থেকে ধোঁয়া বেরোতে দেখেন কর্মীরা। এরপরই আগুন লাগার ঘটনাটি কর্মীদের নজরে পড়ে। নানা রকমের দাহ্য পদার্থ মজুত থাকায় কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।