খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল তিন কিশোরের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার উলুবেড়িয়া স্টেশনের অদূরে ডোমপাড়া এলাকায়। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠিয়েছে উলবেরিয়া মহকুমা হাসপাতালে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রেনের চাকার তলায় পয়সা দিতে গিয়েই তারা কাটা পড়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতেরা হল আমীরুল মোল্লা, জসিম মোল্লা ও সেখ নাসিরুদ্দিন।
তিনজনেরই বাড়ি উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েতের বড়ডাঙ্গা এলাকায়। তিনজনেরই বয়স ১৪-১৫ এর মধ্যে। জানা গিয়েছে তারা চার বন্ধু ছিল তারা ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ট্রেনের চাকায় পয়সা দিচ্ছিল।
সেই সময় আপ এবং ডাউন লাইনে দুটো ট্রেন চলে আসে। তারা ভয়ে পালাতে চেষ্টা করে। তখন ডাউন ট্রেনে কাটা পড়ে। একজন ট্রেনের চাকায় জড়িয়ে উলুবেড়িয়া স্টেশন পর্যন্ত চলেও আসে। খবর পেয়ে রেল পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে।