খড়গপুর ২৪×৭ ডিজিটাল: রেলের জরুরি কাজের আজ বৃহস্পতিবার থেকে আগামী দু’সপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন। ফলে চলতি বছরের শেষে-নতুন বছরে শুরুতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে।
জানা গেছে,চন্দনপুর,বারুইপাড়া, কামারকুণ্ডুতে রেল ট্রাকে জরুরি কাজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। এর জন্য আগামী ১৫ দিন এই ডিভিশনে আটটি ট্রেন বাতিল থাকবে। হাওড়া থেকে বাতিল ট্রেনের নম্বর হল – ৩৬৮২৭, ৩৬০৮৩, ৩৬০১১, ৩৬০৭১।
মশাগ্রাম, বর্ধমান, গুড়াপ, বারুইপাড়া থেকে বাতিল ট্রেনগুলি হল যথাক্রমে ৩৬০৮৪, ৩৬৮৪০, ৩৬০৭২,৩৬০১২। সূত্রে জানা গিয়েছে রেলের জরুরি কাজের জন্য বাতিল করা হচ্ছে।