Monday, November 29, 2021
Homeজেলাহাওড়াবিজেপি-র গোষ্ঠী সংঘর্ষে উত্তাল উলবেড়িয়া, দলীয় কার্যালয়ে দলের বিক্ষুদ্ধ গোষ্ঠীর হামলা
Advertisement

বিজেপি-র গোষ্ঠী সংঘর্ষে উত্তাল উলবেড়িয়া, দলীয় কার্যালয়ে দলের বিক্ষুদ্ধ গোষ্ঠীর হামলা

Advertisement

Advertisement

KGP 24X7: ভোট-পরবর্তী বিজেপি-শিবিরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঘটনা ঘটছে বলে শোনা যাচ্ছে। কখনও গোষ্ঠীদ্বন্দ্ব, কখনও দলবদল।

- Advertisement -
Advertisement
- Advertisement -

উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির দলীয় কার্যালয়েও এবার বিপত্তি। আজ, রবিবার ভাঙচুর, নেতাদের হেনস্থা, ক্ষোভ প্রকাশে উত্তাল এই অফিস।

হাওড়া গ্রামীণ জেলা বিজেপির দলীয় কার্যালয়ে এদিন জেলা সভাপতি ও বিজেপি নেতাদের হেনস্থার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় উলুবেড়িয়া মনসাতলাত গ্রামীণ কার্যালয়ে।

বিজেপি কর্মীদের দাবি, ভোট-পরবর্তী হিংসার পরে কর্মীদের পাশে না দাঁড়ানোয় দীর্ঘদিন ধরেই জেলা নেতৃত্বের উপরে ক্ষোভ ছিল এ অঞ্চলের বিজেপির সাধারণ কর্মীদের।

আজ জেলা অফিসে বিজেপির একটি বৈঠক যোগ দিতে এসেছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। তাঁর সামনেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। জেলা সভাপতি-সহ বিজেপি নেতাদের হেনস্থা করা হয়। পাশাপাশি বিজেপির দলীয় কার্যালয়েও ভাঙচুর চালান বিজেপি কর্মীরা।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!