Monday, November 29, 2021
Homeজেলাহাওড়াডোমজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি দোকান
Advertisement

ডোমজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি দোকান

Advertisement

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! হাওড়ার ডোমজুড়ে এবার ভষ্মীভূত হয়ে গেল একটি দোকান। আতঙ্ক ছড়াল এলাকায়।

- Advertisement -
Advertisement
- Advertisement -

ঘড়িতে তখন সকাল ৬টা। স্থানীয় বাসিন্দাদের দেখেন, ডোমজুড়ে অঙ্কুরহাটিতে জাতীয় সড়কে ধারে বিরিয়ানি দোকানে দাউদাউ করে আগুন জ্বলছে! দোকানটি আবার একটি বহুতলের নীচে। ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

 

খবর দেওয়া হয় পুলিস ও দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় একটি ইঞ্জিন। মিনিট চল্লিশের চেষ্টাও আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। তখন অবশ্য দোকানটির আর কিছুই অবশিষ্ট ছিল না। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল যথেষ্টই। দমকলকর্মীর সঠিক সময়ে চলে আসায় বড় কোনও অঘটন ঘটেনি। দোকানটিতে আগুন নেভানোর কোনও ব্যবস্থাও ছিল না। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান দমকলের।

 

শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত ভষ্মীভূত হয়ে গিয়েছে লেকটাউনের মিনি জয়া সিনেমা হল। এই অগ্নিকাণ্ডের গুরুতর আহত হন ওই হলেরই এক কর্মীর স্ত্রী। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় রাতেই তাঁকে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে সকালে ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!