Thursday, September 23, 2021
Homeজেলাহাওড়াবিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ,আটক ৪

বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ,আটক ৪

- Advertisement -

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: স্বামীর অবর্তমানে বাড়িতে ঢুকে এক বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল আমতার বাইনানে।

এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিস। এদের মধ্যে দুজনকে আজ আদালতে তোলা হয়।স্থানীয় সূত্রে খবর, শনিবার কলকাতায় কাজ গিয়ে বাড়ি ফেরেননি ওই বিজেপি কর্মী। ঘরে ছিলেন তাঁর স্ত্রী ও ছেলে।

- Advertisement -

অভিযোগ, রাত বারোটা নাগাদ এলাকায় দুজন বাড়িতে এসে ওই বিজেপি কর্মীর নাম ধরে ডাকে। দরজ খুলতেই ওই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা। গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এমনটাই অভিযোগ ওই মহিলার।

এদিকে, সকালে উঠে ওই বিজেপি কর্মীর ছেলে মাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। সেসময় তার বাবার বাইকটি মায়ের দেহের উপরে চাপিয়ে দেওয়া ছিল। সঙ্গে সঙ্গেই মাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে বিজেপি কর্মীর ছেলে। নির্যাতিতাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে দেখতে আসেন আমতা বিধায়ক সুকান্ত পাল।

ওই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিস। এদের মধ্যে ২ জনকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয়। তাদের ৬ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!