খড়গপুর ২৪×৭ ডিজিটাল: নিষিদ্ধ গুটখার বিরুদ্ধে অভিযান শুরু করল পুলিশ। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিভিন্ন দোকানগুলিতে চলছে দেদার বিক্রি। কিনছেও কম বয়সীরা।
চলতি মাসের সাত তারিখ থেকে রাজ্যের সমস্ত রমকের গুটখা (পান মশলা) নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিন সোমবার বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালধীর নেতৃত্বে থানার বিভিন্ন জায়গার দোকান গিয়ে গুটখা যাতে আর না বিক্রি করেন তার প্রচার করেন। এদিনের এই গুটখা বন্ধের অভিযানে ওসি নিজে দোকানে দোকানে গিয়ে গুটখা বিক্রি বন্ধ করার কথা বলে আসেন।
প্রসঙ্গত রাজ্য সরকারের পক্ষ থেকে গত অক্টোবর মাসে ঘোষনা করেন গত ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা বিক্রি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। আর তাই এদিন বেলিয়াবেড়া থানা এলাকার বিভিন্ন দোকানে গিয়ে গুটখ বিক্রি বন্ধ করেন পুলিশ কর্মীরা।