সুমন পন্ডিত(ঝাড়গ্রাম):-এই দিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ অঞ্চলে বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচি নিয়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতী ঘোষ,সুখময় সৎপতি ও অবনী ঘোষ সহ অন্যান্যরা। এই কর্মসূচির মূল বক্তা ছিলেন ভারতী ঘোষ তিনি বলেন তৃণমূল সরকার যেভাবে দুর্নীতি করে চলেছে আগামী নির্বাচনে তাদের টিকে থাকা প্রায় অসম্ভব। ছাড়াও তিনি বিহারের নির্বাচনের কথাও তুলে ধরেন সেখানে কিভাবে সাধারণ মানুষ বিজেপিকে ভোটে জিততে সাহায্য করেছে।
তিনি তৃণমূলের কটাক্ষ করতেও ছাড়ে নি তিনি বলেন তৃণমূল সরকার জনতাকে ভিক্ষা দিচ্ছেন এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন যেখানে সাধারন মানুষকে দু টাকা কিলো চাল,ভাঙ্গা সাইকেল দেওয়া হচ্ছে অথচ শিক্ষিত বেকার যুবকদের চাকরি দেওয়া হচ্ছে না। কিছুদিন আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি বক্তব্য খুব ভাইরাল হয়েছিল যেটি আজকের এই কর্মসূচিতে আরো একবার তুলে ধরলেন জেলা সভাপতি। বক্তব্যটা ছিল ”এ বছর ভোট দিদির পুলিশ করবে না ভোট পরিচালনা করবে দাদার পুলিশ। বেশি বেশি দেখলে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে”। এছাড়াও ভারতী ঘোষ আরো বলেন আগামী 2021 নির্বাচনে ঘাসফুলের ছিটেফোঁটাও থাকবে না।