খড়গপুর ২৪×৭ ডিজিটাল: গত বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম শহর সহ বিভিন্ন এলাকায় মাওবাদী আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলে যেভাবে মাওবাদীদের ডাকা বনধ সফল হয়েছে, তারপর থেকে আতঙ্ক আরও জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে জানা যাচ্ছে, ইতিমধ্যে ঝাড়গ্রাম শহরসহ বিভিন্ন এলাকায় তৃণমূল পার্টি অফিস সন্ধ্যের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। এবং এ প্রসঙ্গে খোলাখুলি জানালেন ঝাড়গ্রামের তৃণমূল জেলা সভাপতি দেবনাথ হাঁসদা। তিনি জানিয়েছেন, প্রশাসনিক সর্তকতা মেনেই সন্ধ্যে ছয়টার মধ্যে পার্টি অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে।
কার্যত মাওবাদী আতঙ্কে ইতিমধ্যেই বাঁকুড়ার রানিবাঁধ এলাকার একাধিক তৃণমূল নেতা জেলা পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন। মাও আতঙ্ক কিভাবে সামাল দেয় প্রশাসন, সেদিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।