Saturday, March 25, 2023
Homeজেলাঝাড়গ্রামথানার আইসির বিরুদ্ধে বালি খাদান থেকে তোলাবাজির অভিযোগ এনে পুলিশ সুপারের দ্বারস্থ...
Advertisement

থানার আইসির বিরুদ্ধে বালি খাদান থেকে তোলাবাজির অভিযোগ এনে পুলিশ সুপারের দ্বারস্থ পঞ্চায়েত প্রধান

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ঝাড়গ্রাম থানার আইসির বিরুদ্ধে বালি খাদান থেকে তোলাবাজির অভিযোগ এনে পুলিশ সুপারের দ্বারস্থ পঞ্চায়েত প্রধান। আর তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ঝাড়গ্রামে।

খাদান মালিকরা টাকা না দেওয়ায় ঝাড়গ্রাম থানার আইসি খাদানের গাড়ি আটক করে রেখেছেন এবং রাত দশটার পর গাড়ি চালানোর নির্দেশ দিয়েছেন বলে ঝাড়গ্রাম থানার আইসি প্রণবকান্তি সাহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন চুবকা গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সেন। তিনি বলেন, “খাদান মালিকদের কাছ থেকে ঝাড়গ্রাম থানার আইসি টাকা আদায় করেন। আমি বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছিলাম।

- Advertisement -
- Advertisement -

উনি টাকা না দেওয়ার জন্য বলেন। এরপর খাদান মালিকরা টাকা দেওয়া বন্ধ করলে আইসি নির্দেশ দেন বালির গাড়ি রাত দশটার পর চলবে না।” এই বিষয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “আমি এখনও কোনও অভিযোগপত্র পাইনি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে দেখা হবে।”

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!