খড়গপুর ২৪×৭ ডিজিটাল: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ওড়িশা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শিবশঙ্কর মহাপাত্র। বাড়ি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার নেদা গ্রামে।
শনিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইল থানা এলাকার এক যুবতীর সঙ্গে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার নেদা গ্রামের এক যুবকের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একধিকবার সহবাস করে বলে অভিযোগ। এমনকী বিয়ে করার কথা বলে বেশ কিছু টাকাও নিয়েছিলেন। ওই যুবক বলে অভিযোগ। পরে বিয়ে করতে অস্বীকার করে ওই যুবক বলে অভিযোগ। এরপর গত ১০ সেপ্টেম্বর সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী ও তাঁর পরিবারের লোকজন।
অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে সাঁকরাইল থানার পুলিশ। ওই যুবকের মোবাইলের টাওয়ারের সূত্র ধরে সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে শুক্রবার রাতে নেদা গ্রাম থেকে শিবশঙ্কর মহাপাত্রকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ।